
ওঙ্কার ডেস্ক: জন্মদিনে কেক কিনতে যাওয়ার নাম করে সৎ ভাইকে জলে ফেলে দিল দাদা। ঘটনাটি নদীয়া জেলার নবদ্বীপের।সূত্র মারফত জানা গিয়েছে, শিশুটির নাম সুব্রত বিশ্বাস। অভিযুক্ত সৎ দাদার নাম সুমন দত্ত। নবদ্বীপের স্বরূপগঞ্জ কপালিপাড়া এলাকার বাসিন্দা জয়দেব বিশ্বাসের দুই ছেলে সুমন ও সুব্রত। প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর দ্বিতীয় বিয়ে করেন জয়দেব বিশ্বাস। দ্বিতীয় পক্ষের সন্তান হল সুব্রত। প্রথম পক্ষের সন্তান সুমন থাকে পূর্ব বর্ধমানের কালনায়। শনিবার নিজের জন্মদিন উপলক্ষে নিজের বাড়িতে এসেছিল সে। সন্ধ্যায় কেক আনতে যাওয়ার নাম করে সৎভাইকে নিয়ে সে বাইরে যায়।এবং
নবদ্বীপের স্বরুপগঞ্জ ঘাটে নৌকায় চেপে যাওয়ার সময় সৎভাইকে নদীতে ছুড়ে ফেলে দেয় সে । কয়েকজন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত ন’টা নাগাদ একটি যুবক একটি শিশুকে জলে ছুড়ে ফেলে দিয়ে, লাফ দিয়ে নৌকা থেকে পাড়ে নেমে দৌড় দেয়। যুবকটি মুখে মাস্ক ছিল তাই মুখ দেখা যায়নি।শনিবার রাত হয়ে যাওয়ায় দুই ছেলে বাড়ি না ফেরায় সুমনের সঙ্গে ফোনে যোগাযোগের করার চেষ্টা করেন বাবা। কিন্তু ফোন বন্ধ পাওয়া যায়। ইতিমধ্যেই পুলিশকে খবর দেওয়া হয়েছে। ডুবুরি নামিয়ে নিখোঁজ শিশুটির খোঁজও চলছে