
মানস ঘোষ,দক্ষিণ দমদম : বাকবিতণ্ডার জেরে মদ্যপ যুবকের চোখ উপড়ে নিল এক ব্যক্তি। চাঞ্চল্য দক্ষিণ দমদম এলাকায়। ঘটনার সূত্রপাত বুধবার ভোরে,এদিন দক্ষিণ দমদম পুরসভার তিন নম্বর ওয়ার্ডের প্রমোদনগর এলাকায় ,এক যুবক মদ্যপ অবস্থায় হেঁটে যাওয়ার সময় ভারসাম্য হারিয়ে স্থানীয় বাসিন্দা গকুল মণ্ডলের বাড়ির সামনে পড়ে যায়। তারপরেই শুরু হয় বাকবিতন্ডা। এরপরে গোকুল মন্ডল মারধর করে মদ্যপ যুবকটিকে, এমনকি বুকের উপর বসে চোখ উপড়ে নেওয়ার চেষ্টাও করে বলে অভিযোগ । এরপরই উত্তেজিত জনতা গোকুলের বাড়িতে চড়াও হয় এবং মারধর করে গোকুলকে। মারধরের পর স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় গোকুল মন্ডলকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। পাশাপাশি জানা যায়, মদ্যপযুবক প্রদীপ সরকার আশঙ্কাজনক অবস্থায় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পড়ে রয়েছে।