
অরূপ পোদ্দার, শিলিগুড়ি : বৃহস্পতিবার সাত সকালে ইডির অভিযান শিলিগুড়ি শহরে। সূত্র মারফত জানা গিয়েছে, শিলিগুড়ি শহরের ১৬ নম্বর ওয়ার্ডের এক ওষুধ ব্যবসায়ীর বাড়িতে এদিন সকালে হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিশেষ প্রতিনিধি দল। পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন শিলিগুড়ি থানার প্যানিট্যাংকি আউটপোস্টের পুলিশ আধিকারিকরা।
স্থানীয় সুত্রে খবর, অভিযুক্ত ওই ওষুধ ব্যবসায়ীর নাম সহদেব ঘোষ,সে বিদেশি একটি চক্রের সঙ্গে জড়িত বলে অভিযোগ । এবং সেই সংস্থা বিদেশে ভারতীয়দের পড়াশোনার জন্য অর্থের বিনিময়ে এন. আর. আই কোটাতে বিদেশের বিশ্ববিদ্যালয় গুলোতে সুযোগ করিয়ে দেয়। শিলিগুড়ি ছাড়াও পারিপার্শ্বিক একাধিক রাজ্যেও এই চক্র সক্রিয় রয়েছে বলে জানা গেছে। অন্যান্য রাজ্য গুলিতেও অভিযান চালানো হচ্ছে ইডির তরফ থেকে।