
তাপস ঘোষ, মুর্শিদাবাদ : নিউ ফারাক্কা স্টেশন সংলগ্ন এলাকা থেকে জাল নোট সহ গ্রেফতার এক যুবক। সুত্র মারফত জানা যায়, মঙ্গলবার রাতে নিউ ফারাক্কা স্টেশন সংলগ্ন এলাকায় এক সন্দেহভাজন যুবককে ঘোরাঘুরি করতে দেখা যায়। তৎক্ষণাৎ তাকে গ্রেফতার করা হলে ধৃতের কাছ থেকে মোট চার লক্ষ ৯২ হাজার ৫০০ টাকার জাল নোট বাজেয়াপ্ত করা হয় । রেল পুলিশের পক্ষ থেকে তদন্তের স্বার্থে ধৃত যুবকের নাম ও পরিচয় গোপন রাখা হয়েছে।
বুধবার দুপুরে নিউ ফারাক্কা রেলওয়ে স্টেশনে এক সাংবাদিক সম্মেলন করেন শিলিগুড়ি রেল পুলিশের DSP পারিজাত সরকার জানান, হাতে জাল নোট ভরতি ব্যাগ নিয়ে স্টেশনের কাছে ঘোরাঘুরি করতে দেখা যায় তাকে। তখনই বিষয়টি নজরে আসে রেল পুলিশের সঙ্গে সঙ্গে ওই যুবককে আটক করে তল্লাশি চালানো হয়। তাতেই বেরিয়ে আসে জালনোট।কি উদ্দেশ্যে এবং কাকে দেওয়ার জন্য জালনোট গুলো নিয়ে এসেছিল ওই যুবক তা তদন্ত করে দেখছে রেল পুলিশে। জাল নোট উদ্ধারের পর থেকেই চাঞ্চল্য চড়িয়েছে গোটা এলাকায়।
২০১৬ সালের নোট বদলের পর কিছু সময় বন্ধ ছিল জাল নোটের কারবারি। বর্তমানে আবারো সক্রিয় হয়ে উঠেছে জাল নোট পাচারকারীর সংখ্যা। পুলিশ সূত্রে খবর, অধিকাংশ জাল নোট আসছে মালদা জেলার কালিয়াচক এলাকা থেকে। কখনও নদীপথে কখনও সড়ক পথে বাসে বা ট্রেনেও করা হচ্ছে পাচার। ২০২৫ জানুয়ারি মাস থেকে আজ পর্যন্ত প্রায় ১৬ লক্ষ টাকার জাল নোট সহ পাঁচপজনকে গ্রেপ্তার করা হয়েছে। জাল নোটের কিছু অংশ বিহার ও ঝাড়খন্ডেও পাচার করা হচ্ছে।