
বাবলু প্রামাণিক, দক্ষিণ চব্বিশ পরগণা : বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপহরণ করে মারধোর কলেজ পড়ুয়াকে। আক্রান্ত যুবতি চম্পাহাটি সুশীলকর কলেজের বি.এ দ্বিতীয় বর্ষের ছাত্রী। বাড়ি বেলেগাছি পঞ্চায়েতের রামকৃষ্ণ পল্লী এলাকায়। জানা গেছে মহিলাটি যখন কলেজ থেকে বাড়ি ফিরছিল, আর সেই সময় দুটি স্কুটি করে এসে অপহরণ করে নিয়ে যাওয়া হয় গৌরদহ চার্জ সংলগ্ন মাঠে। সেই মাঠেই বেধড়ক মারধোর করা হয় যুবতিকে। এমনকি নিয়ে যাওয়ার সময় চিৎকার করলে মুখে অ্যাসিড ঢেলে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়। পাশাপাশি যুবতিকে কলেজে যেতে দেখলে খুন করার হুমকিও দেওয়া হয়।
সোমবার রাতে যুবতীর পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে জখম অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। ইতিমধ্যে বারুইপুর থানায় অভিযুক্ত যুবক শাশ্বত বৈদ্য সহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। যুবতীর অভিযোগ, কলেজে পরীক্ষা দিতে এলে গুলি করে মেরে ফেলার হুমকি দিয়েছে অভিযুক্ত শাশ্বত বৈদ্য। অভিযুক্ত দীর্ঘদিন ধরেই হুমকি দিত যুবতীকে।