
নিজস্ব সংবাদদাতা, ওঙ্কার বাংলা : মঙ্গলবার সকালে কলকাতার গঙ্গাঘাটে দেখা গেল সাসপেন্স থ্রিলারের এক বাস্তব ছবি। ট্রলিব্যাগে মুন্ডুহীন দেহ ভরে তা গঙ্গায় ভাসিয়ে দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল দুই মহিলা। ওই দুই মহিলা একটি হলুদ ট্যাক্সিতে করে নামে কুমারটুলির গঙ্গাঘাটে। তারপর ট্রলিব্যাগটি গঙ্গায় ভাসিয়ে দেওয়ার তোড়জোড় করতে থাকে। ওদের হাবভাব দেখে সন্দেহ হয় স্থানীয় ব্যক্তিদের। সন্দেহ হতে কয়েকজন এসে ট্রলিব্যাগ খুলে দেখে ভিতরে মুন্ডহীন দেহ। প্রত্যক্ষদর্শীদের দাবি, দেহটি এক মহিলার। ওই দুই মহিলাকে আটকে রেখে খবর দেওয়া হয় পুলিশকে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও আটক দুই মহিলার দাবি, ট্রলিব্যাগের মধ্যে যে দেহটি রয়েছে তা একটি কুকুরের। স্থানীয়রা এ কথা মানতে নারাজ। তাঁদের দাবি, এটি একটি মহিলার দেহ, টুকরো টুকরো করে কেটে ব্যাগে পোরা হয়েছে।
দুই মহিলার কাছ থেকে একটি ট্রেনের টিকিট পাওয়া গেছে, তাতে লেখা শিয়ালদা-হাসনাবাদ লাইনের কাজীপাড়া স্টেশন। স্থানীয়দের অভিযোগ, দূর থেকে এসে মৃতদেহ লোপাটের চেষ্টা করতে এসেছিল ওই দুই মহিলা। জানা গেছে, যে ট্যাক্সিতে করে ওরা কুমারটুলিঘাটে আসে, ওতে তারা প্রথমে যায় প্রিন্সেপঘাটে। কোনো কারণে তারা ওখান থেকে চলে আসে কুমারটুলিঘাটে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। ময়না তদন্তের জন্য পাঠান হয়েছে দেহের টুকরোগুলি। আটক করা হয়েছে ওই দুই সন্দেহভাজন মহিলাকে।
পুলিশ সূত্রে বর্তমানে জানা গিয়েছে, ওই দুই মহিলার নাম ফাল্গুনী ও আরতি এবং তাদের বাড়ি মধ্যমগ্রামের ২৩ নং ওয়ার্ডে। তাদের বাড়িতে ইতিমধ্যেই পৌঁছে গেছে বারাসাত পুলিশ।
ভিডিও দেখুন-