
উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি : ডুয়ার্সের প্রত্যন্ত জঙ্গল লাগোয়া স্কুল গরঘুটা বিএফপি প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলেই শিক্ষা পর্ষদের নির্দেশে পালিত হতে চলেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ইতিমধ্যেই বিদ্যালয়ের পড়ুয়া থেকে শিক্ষক সকলেই জোরকদমে শুরু করে দিয়েছে মাতৃভাষা দিবসের প্রস্তুতি। জলপাইগুড়ি বন বিভাগের মোরাঘাটা রেঞ্জ লাগোয়া গারখুটা এলাকায় রয়েছে এই স্কুলটি। বৃহস্পতিবার থেকেই ছাত্র ছাত্রীদের মধ্যে দেখা যায় মাতৃভাষাকে ঘিরে এক বিশেষ উদ্দীপনা। স্কুলে পৌঁছনো মাত্রই দেখা যায়, প্রধান শিক্ষক প্রশান্ত সাহার সক্রিয় অংশগ্রহণে ছাত্র ছাত্রীরা ২১ শে ফেব্রুয়ারি ভাষা দিবসের রিহার্সালে ব্যাস্ত।
ভাষা দিবস আয়োজনের প্রসঙ্গে এক অভিভাবক জানান, “নতুন প্রধান শিক্ষক এই বটতলী বি এফ পি স্কুলের দায়িত্বে আসার পর থেকেই স্কুলের ছাত্র ছাত্রীদের মধ্যে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা সহ অন্যান্য অনুষ্ঠান হয়েই চলেছে, এতে আমরা সকলেই খুশি”। ওপরদিকে স্কুলের শিক্ষক চন্দন ধনক বলেন, “আগামীকাল আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস, সেই অনুষ্ঠানের প্রস্তুতি চলছে আজ ছাত্র-ছাত্রীদের নিয়ে, আগামীকাল বেলা ১২ টা থেকে অনুষ্ঠান শুরু হবে”।