
জয়ন্ত সাহা, আসানসোল : শুক্রবার আসানসোলের জামুরিয়া দরবারডাঙা বালিঘাট পরিদর্শনে গিয়ে বিজেপি কর্মীদের উপর হামলা ও জিতেন্দ্র তিওয়ারিকে হেনস্থার ঘটনার পর এবার বিজেপির কর্মীদের বিরুদ্ধেই জামুরিয়া থানায় অভিযোগ দায়ের। অভিযোগ দায়ের করলেন ওই এলাকারই পাম্প হাউসের এক কর্মী।
দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল অজয় নদের এই ঘাট থেকে অবৈধভাবে বালি তোলা হচ্ছে। এইভাবে চলতে থাকলে জল প্রকল্পের ক্ষতি হবে, যার ফলে স্থানীয় মানুষজন পানীয় জলের সমস্যায় পড়বেন, তাই অভিযোগ শোনার পর নিজ চোখে সম্পূর্ণ বিষয়টি দেখতে আসেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। তখনই তাঁর উপর আক্রমণ চালায় বালি মাফিয়াদের দল। রিতিমত পাথর ছুঁড়তে শুরু করে তাঁরা। কোন মতে বেঁচে ফিরেছিলেন জিতেন্দ্র তিওয়ারি।
ঘটনাটিকে কেন্দ্র করে জোরকদমে চলছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির অভিযোগ, “বিজেপি কর্মীরা কোনো হামলা না চালালেও তাদের বিরুদ্ধেই থানায় লিখিত অভিযোগ হল কেন”? ঘটনার তীব্র কটাক্ষ করে এবং বালি প্রদর্শন নিয়ে পাল্টা প্রশ্ন করে তৃণমূলের রাজ্য নেতা ভি শিবদাসন দাসু বলেন “ পুলিশ পুলিশের কাজ করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চোরা কারবারি অনেকটাই কমেছে”।
এখন একটাই প্রশ্ন অবৈজ্ঞানিকভাবে ও অবৈধ ভাবে বালি তোলা বন্ধ না হলে বিজেপি আগামী দিনে আন্দোলনে নামবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি তাহলে সেই কারণেই কি এই অভিযোগ দায়ের করা হল?
ভিডিও দেখুন-