
গোপাল শীল, দক্ষিণ চব্বিশ পরগণা : জরাজীর্ন কাঠের সেতু। অভিযোগের পরেও মেলেনি কোনও সুরাহা,তাই প্রাণ হাতে নিয়েই যাতায়াত করতে হয় এলাকাবাসীকে ।দক্ষিণ ২৪ পরগনার কুলপি বিধানসভার গোপালনগর এলাকার একধারে রয়েছে কুলপি গ্রাম পঞ্চায়েত অন্যধারে রয়েছে কামারচক গ্রাম পঞ্চায়েত আর দুই পঞ্চায়েতের মাঝে রয়েছে ভগ্নপ্রায় সংযোগকারী সেতু। জরাজীর্ন কাঠের সেতু থেকে ভেঙে পড়েছে পাটাতন। তার ওপর দিয়েই কোনক্রমে প্রান হাতে নিয়ে যাতায়াত করছেন গ্রামবাসীরা।
মূলত এই ভাঙা কাঠের পোলের উপর দিয়েই দুটি পঞ্চায়েতের মশামারী, গোপালনগর, মল্লিকপাড়া, মন্ডলপাড়া ঘোষপাড়া সহ পাঁচ থেকে ছয়টি গ্রামের মানুষ যাতায়াত করেন। একবার এদিক ওদিক পা সরলেই সোজা খালে। গ্রামবাসীরা জানান, একাধিক বার স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে অন্যান্য দপ্তরকে জানিয়ে ও কোন সুরাহা হয়নি। তাদের অভিযোগ ভোটের সময় আসলে প্রতিশ্রুতি মেলে ,আর কোন রকমে মেরামত করা হয়। কিছুদিন না যেতে যেতে আবারো জরাজীর্ণ হয়ে পড়ে কাঠের সেতু। বিষয়টি সম্পর্কে তৃনমূল বিধায়ক যোগোরঞ্জন হালদার জানান, “সেতুটির সত্যিই বেহাল দশা যে কোন মুহূর্তে ভেঙে পড়তে পারে, বিষয়টি নিয়ে ইডিকেশন কে বারংবার জানানো হয়েছে কিন্তু এখনো কেন পদক্ষেপ নিচ্ছে না জানি না”। বিষয়টি নিয়ে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দল বিজেপি।