
জয়ন্ত সাহা, আসানসোল : পূর্ব বর্ধমানের কালনা থেকে সাইকেলে করে মহাকুম্ভের উদ্দেশ্যে যাত্রা ৭৪ বছরের বৃদ্ধ প্রভাত দাসের। সময়ের কাঁটা এগোতে থাকলেও বয়স হার মেনেছে তাঁর প্রবল ইচ্ছা শক্তির কাছে। প্রভাত বাবুর সঙ্গে রয়েছে কংগ্রেসের দলীয় পতাকা। কংগ্রেসের প্রতীক রাখার একটাই কারণ স্বদেশি আন্দোলনে অবদান যাতে কোনও মতেই ভুলে না যান দেশের মানুষ।
গত ২২ ফেব্রুয়ারি যাত্রা শুরু করেন তিনি। শনিবার বর্ধমানের আসানসোলে পৌঁছে রাতে তিনি আশ্রয় নেন সেখানকারই দক্ষিণা কালীবাড়িতে। রবিবার সকালে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে পশ্চিমবাংলা ও ঝাড়খন্ড সীমানা ডুবুর্ডিহী পৌঁছে ফের যাত্রা শুরু করেন তিনি।
প্রভাত বাবুর এই যাত্রার লক্ষ্য ২৬শে ফেব্রুয়ারি মহাকুম্ভে পৌঁছে শাহী স্নানে অংশ গ্রহণ করা। তবে এই যাত্রার মূল লক্ষ্য পাঞ্জাব। যেখানে কৃষকেরা তাদের অধিকারের দাবিতে আন্দোলন করেছিলেন। তিনি মূলত পশ্চিমবঙ্গের কৃষকেরা কেমন আছেন ও তাদের সুবিধা অসুবিধার বার্তা পৌঁছে দিতে চান পাঞ্জাবের কৃষক আন্দোলনে অংশগ্রহণকারী ব্যক্তিদের মধ্যে। তাছাড়াও ভারতের স্বাধীনতা রক্ষা ও মানবাধিকার আইন রক্ষার বিষয়েও সচেতন করতে চান জনগণকে।
এছাড়াও প্রভাত বাবু সমাজ সেবার সাথে যুক্ত। এলাকায় কৃষকদের অভাব অভিযোগ দূর করার স্বার্থে এক বেসরকারি সংস্থার সাথেও যুক্ত রয়েছেন তিনি। রাহুল গান্ধীর পাহাড় থেকে সাগর পদযাত্রাতেও অংশ গ্রহণ করেছেন তিনি । প্রভাত বাবু জানান, রাহুল গান্ধীর পদযাত্রায় মুম্বাই পর্যন্ত না পৌঁছানোর আক্ষেপ মেটাতেই পুনরায় সাইকেলে মহাকুম্ভ ও পাঞ্জাবের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি।
ভিডিও দেখুন-