
ওঙ্কার ডেস্কঃ বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থার বর্জ্য মিশ্রিত জলে পড়ে জোড়া মৃত্যু মালদহে,আশঙ্কাজনক আরো দুই। মৃত দুই যুবকের নাম আকাশ বাদ্যকর (২৫) অনুপ সরকার(২৬)। জানা গেছে, মঙ্গলবার সকালে সর্বভারতীয় বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থার দুর্গাপুর ফরিদপুর ব্লকের পারুলিয়ার ২৪২ নম্বর পিটে কাজে যোগ দেয় ওই যুবকরা। গ্যাস উত্তোলনের পর বর্জ্য মিশ্রিত জমা জলে আচমকা পড়ে যায় ওই পাঁচ ঠিকা শ্রমিক। সহকর্মীরা দেখতে পেয়ে তড়িঘড়ি উদ্ধার করে তাদের। স্থানীয়দের সহযোগিতায় শোভাপুর সংলগ্ন বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের,কিন্তু অবস্থার অবনতি ঘটলে আকাশ বদ্যকর ও অনুপ সরকারকে বিধাননগরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই দুজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা।আশঙ্কাজনক আরও দুই যুবক এখনও বিধান নগরের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
দুর্গাপুর ফরিদপুর ব্লকের ব্লক সভাপতি শতদীপ ঘটক ঘটনাস্থলে পৌঁছে বলেন, আমরা ইন্সপেকশনে এসেছি, যে দুজন ছেলে মারা গেছে তাদের পরিবারের প্রতি শোক প্রকাশ করছি। বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যে কম্পেন্সেশন দেওয়া হয় এখানেও আমরা দাবি করছি যাতে ওই দুই পরিবারেকে সেই কম্পেনসেশন দেয়া হয়। ঘটনার পর নিরাপত্তার গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হয়েছেন এলাকাবাসী।