
সুরজিৎ দাস, নদীয়া: শান্তিপুরের যুবকের ফেসবুকে “পাকিস্তান জিন্দাবাদ” পোস্ট ঘিরে তুলকালাম । এই পোস্টে ঘিরে রীতিমত তোলপাড় স্যোশাল মিডিয়া।যার জেরে থানার সামনে বিক্ষোভ সনাতন ধর্মালম্বী মানুষদের। তারা জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেফতার না করা হলে তার বাড়িঘর ভাঙচুর করা হবে।
সূত্রের খবর, নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের টেংরিডাঙ্গার বাসিন্দা শরীফ শেখ। তার ফেসবুকে একটি পোস্ট দেখা যায়। যে পোস্টে লেখা রয়েছে সীমান্ত থেকে ভারতীয় সেনারা পালিয়ে এসেছে। এবং নিচে লেখা রয়েছে পাকিস্তান জিন্দাবাদ। কার্যত এই পোস্টেই তোলপাড় সোশ্যাল মিডিয়া।
উল্লেখ্য, কিছু দিন আগে কাশ্মীরের পহেলগাঁওতে পাকিস্তানি জঙ্গিদের গুলিতে নিহত হন প্রায় ২৬ জন পর্যটক। যাদের মধ্যে তিনজন রয়েছে বাঙালি। পুলিশ সূত্রের খবর, অভিযুক্তকে সনাক্ত করে ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। যদি কোনও সন্দেহজনক উত্তর পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে।