
বাঘ তাড়াতে গিয়ে বাঘের থাবায় জখম এক বনকর্মী। রবিবার প্রথম তাকে এলাকায় ঘুরতে দেখে গ্রামবাসীরা। পরে আবার তাকে দেখা যায় সোমবার সকালে। তখন বন দফতরে খবর দিলে আসে বনকর্মীরা। বাঘকে আটক করতে গিয়ে তাদের মধ্যে একজনের শরীরে থাবা বসায় বাঘটি। আহত ওই বনকর্মী বর্তমানে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন