
সুকান্ত চট্টোপাধ্যায়, উত্তর চব্বিশ পরগণা : ব্যারাকপুরের জাফরপুর কালীতলায় কিশোরী ধর্ষণের প্রতিবাদে মোহনপুর থানার সামনে রাস্তায় বসে বিক্ষোভ বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের। জানা গেছে মঙ্গলবার সন্ধ্যায় টিউশন থেকে বাড়ি ফেরার পথে একটি কিশোরীকে নির্মীয়মান একটি বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষন করে এক যুবক। অভিযুক্তের নাম শুভ মজুমদার। জানা যাচ্ছে অভিযুক্তের সঙ্গে তৃনমূলের দলীয় যোগ রয়েছে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটির তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভে নেমেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানান, “শুভ মজুমদার একজন তৃণমূলের সক্রিয় কর্মী যে ভোটের সময় বুথেও বসে। পার্টি তাকে আড়াল করবার জন্য সব রকম চেষ্টা করছে। রাজ্যজুড়ে যেভাবে কিশোরী ও মহিলাদের ধর্ষণ হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী সেগুলো দেখছেন না। জনবহুল এলাকায় যদি এভাবে ধর্ষণ হয় তাহলে নিরাপত্তা কোথায় মহিলাদের। খুন বা ধর্ষণ হলে পুলিশ ঝাঁপিয়ে পড়ে তদন্ত চাপা দেবার জন্য।