
ওঙ্কার ডেস্ক: ভয়াবহ অগ্নিকান্ডের কবলে পার্ক্স স্ট্রিট। সূত্র মারফত জানা গিয়েছে, শুক্রবার দুপুরে পার্কস্ট্রিটের পার্ক হোটেলের উল্টোদিকে একটি দোকানে আগুন লাগে। তৎক্ষণাৎ কালো ধোঁয়ায় ঢেকে যায় সমগ্র এলাকা। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। দমকলকে খবর দিতেই ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। সঙ্গে সঙ্গে শুরু হয় আগুন নিয়ন্ত্রণের কাজ। সূত্রের খবর, অগ্নিকাণ্ডের জেরে একটি মিষ্টির দোকান প্রায় ভস্মীভূত হয়ে গিয়েছে। যে বহুতলে আগুন লেগেছিল সেখান থেকে বাসিন্দাদের বাইরে বের করে আনা হয়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।