
শুভম কর্মকার, বাঁকুড়া : নিম্নচাপের আশঙ্কায় কপালে চিন্তার ভাঁজ আলু চাষিদের। বর্ষার আশঙ্কায় জমি থেকে অসময়ে আলু তুলে নিচ্ছে কোতুলপুর ব্লকের কৃষকরা। পশ্চিমবঙ্গের একাধিক কৃষি প্রধান এলাকা গুলির মধ্যে কোতুলপুর হল অন্যতম। বছরের এই সময় অধিকাংশ কৃষক আলু চাষ করে থাকেন, কিন্তু প্রবল নিম্নচাপের আশঙ্কায় এবং মেদিনীপুর ও ঝাড়গ্রাম এর প্রবল শিলাবৃষ্টি দেখে কপালে চিন্তার ভাঁজ আলু ব্যবসায়ীদের।কৃষকরা জানাচ্ছেন আর কিছুদিন জমিতে আলু থাকলে ভাল হত, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় সময়ের আগেই আলু ঘরে তুলে নিচ্ছেন কৃষকরা।
কৃষকদের দাবি বিগত বর্ষায় ধানের ব্যপক ক্ষতি হয়েছে। তারপরেও মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে বিঘার পর বিঘা আলু চাষ করেছেন চাষিরা। তাছাড়াও আলু চাষের কিছুদিন পরে ব্যাপক পরিমাণে কুয়াশায় আলু গাছের ক্ষতি হয়েছে। এখন সবে মাত্র সমস্ত গাছে আলু ধরেছে আর সপ্তাহ দুয়েকের মধ্যেই আলুগুলি ঘরে তুলে নিতেন কৃষকরা, কিন্তু তার আগেই এই হাল।
ভিডিও দেখুন-