
নিজস্ব সংবাদদাতা : প্রাথমিক নিয়োগ দুর্নিতি মামলায় জামিন পেলেন কালীঘাটের কাকু ঘনিষ্ট শান্তনু বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৃহস্পতিবার হুগলির প্রাক্তন তৃনমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জামিন দিয়েছে আদালত। আগেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা থেকে জামিন পেয়েছে শান্তনু এবার জামিন পেলেন ইডির মামলা থেকেও।
উল্লেখ্য, ২০২৩ সালে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ানোর পর শান্তনুকে নেওয়া হয় সিবিআই হেফাজতে। তারপরই শান্তনুকে বহিষ্কৃত করে দেওয়া হয় দল থেকেও। প্রাথমিক নিয়োগ মামলায় নাম জড়ায় বেশ কয়েক জনের। তার মধ্যে এর আগে জামিন পেয়েছে নীলাদ্রি দাস, তাপস মণ্ডল ও কুন্তল ঘোষ। প্রধান অভিযুক্ত ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র ইতিমধ্যেই অন্তর্বর্তী জামিনে মুক্ত। এমনকি গত ৭-ই মার্চ জামিন পান অয়ন শীলও।
কার্যত প্রাথমিক দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে কালিঘাটের কাকুর কল রেকর্ডের একটি অডিওতে গলা পাওয়া যায় শান্তনুর। সূত্র মারফত জানা গিয়েছে, একাধিক বার সেই কণ্ঠস্বর মিলিয়েও দেখেছেন সিবিআই। বারংবার আবেদনের পরেও মেলেনি জামিন। সিবিআইয়ের দাবি শান্তনু তার ক্ষমতা দেখিয়ে বাকিদের প্রভাবিত করতে পারে। পরিপ্রেক্ষিতে তার আইনজীবী বলেন এখন আর তার সেই ক্ষমতা নেই। অবশেষে মুক্তি পেল শান্তনু। জানা যায়, জামিনের খবর পাওয়া মাত্র সংশোধনাগারেই কেঁদে ফেলেন শান্তনু।