
বাবলু প্রামানিক দক্ষিণ চব্বিশ পরগনা : ফের বাঘের আতঙ্ক কুলতলিতে। শনিবার রাতে বাঘের হানার খবর ছড়িয়ে পড়ে দেউলবাড়ি গ্রামে। জানা গেছে মাতলা ও মাকড়ি নদীর সংযোগ স্থল পেরিয়ে একটি বাঘকে গ্রামের ধান ক্ষেতের দিকে ঢুকতে দেখেন এক মৎস্যজীবী। তৎক্ষণাৎ আতঙ্ক ছড়য়ে পড়ে গোটা এলাকায়। এলাকায় বাঘের ছাপও দেখা গিয়েছে। এরপরে , গ্রামবাসীরাই রাত জেগে পাহারার ব্যবস্থা করেন। তারপর বন দফতরকে খবর দেওয়া হলে রাতেই ঘটনাস্থলে আসেন দফতরের কর্মীরা। রবিবার সকাল থেকে খোঁজ চলছে বাঘের। তবে এখনও দেখা মেলেনি।
বনদফতর সূত্রের খবর, বাঘটিকে ধরার জন্য তিনটি খাঁচা পাতা হয়েছে। এলাকা জুড়ে শুরু হয়েছে কড়া নজরদারি। খুব প্রয়োজন ছাড়া গ্রামবাসীদের বাড়িতে থেকে বেরতে নিষেধ করেছেন পুলিশ। বাঘ যাতে লোকালয় অথবা লোকালয় সংলগ্ন এলাকায় চলে যেতে না পারে সে জন্য জাল দিয়ে কয়েকটি জায়গা ঘেরাও করা হয়েছে।
উল্লেখ্য গতবার কুলতলির মৈপীঠ-বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের নগেনাবাদ গ্রামে হানা দিয়েছিল দক্ষিণরায়। এবার রাতের ঘুম উড়েছে দেউলবাড়ি গ্রামের বাসিন্দাদের। এদিকে, বাড়ির পাশেই বাঘ ঘুরে বেড়াচ্ছে বলে জানার পরেই আতঙ্কে ঘুম উড়েছে স্থানীয়দের। সকালেও তাঁদের চোখে-মুখে আতঙ্ক।