
সুকান্ত চট্টোপাধ্যায়, উত্তর চব্বিশ পরগণা : স্বরূপনগরে সাতসকালে শুট আউট। গুলি করে গায়ের কোট নিয়ে পালালো দুষ্কৃতি। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, আক্রান্তের নাম ইসারুল গাজী। বয়স ৩২ বছর। ঘটনাটি উত্তর চব্বিশ পরগণার বসিরহাট মহকুমার স্বরূপনগরের। মৃত ইসারুল গাজী মোটরবাইকে করে স্বরূপনগরের বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের তারালির হাকিমপুর গ্রাম থেকে স্বরূপনগরের দিকে যাচ্ছিল। ঠিক সেইসময় পিছন থেকে দুটি মোটর বাইকে করে মোট ছয় জন দুষ্কৃতী এসে হুমকি দিতে শুরু করে, এবং তারপরেই চালায় গুলি। পাশাপাশি আক্রান্ত ইসারুল গাজীর শরীর থেকে কোট ও খুলে নিয়ে যায় তারা । ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পরবর্তিতে পুলিশ দেহটি রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্বরূপনগর শাড়াপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তাঁকে। পুলিশের প্রাথমিক অনুমান, মৃত ব্যক্তির কাছে দামি জিনিস থাকতে পারে সেই উদ্দেশ্যেই তাঁকে গুলি করা হয়েছে। এই ব্যক্তির সঙ্গে দুষ্কৃতীদের পূর্ব পরিচিতি আছে বলে মনে করছে পুলিশ। পরবর্তি তদন্ত চালাচ্ছে পুলিশ। পুলিশ সুত্রে খবর, মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে।