
বাবলু প্রামাণিক, বারুইপুর : অদ্ভুত ভুতুড়ে ভোটার কান্ড, দক্ষিণবঙ্গের তালিকায় উত্তরবঙ্গের ভোটার। বারুইপুরের তালিকায় মালদহ, মুর্শিদাবাদ, শিলিগুড়ির লোকজনের নাম। চাঞ্চল্যকর ভাবে একই ফোন নম্বর যুক্ত আছে চার-পাঁচজনের নামে। গত লোকসভা ভোটে চম্পাহাটি পঞ্চায়েতে ভোটার সংখ্যা ছিল ১৮,৫০০ কিন্তু চলতি বছরের তালিকায় হঠাৎই ভোটার সংখ্যা বেড়ে ২২ হাজার ৪০০।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন প্রকৃতদের বাদ দিয়ে বহিরাগতদের নাম ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে। এই আবহেই বারুইপুরের চম্পাহাটি পঞ্চায়েতের ভোটার তালিকা স্কুটিনি করতে গিয়ে বেরিয়ে এসেছে ভুতুড়ে কাণ্ড।চলতি বছরের জানুয়ারি মাসে ভোটার তালিকা প্রকাশিত হয়।তাতে দেখা গিয়েছে ভোটার বেড়ে হয়ে গিয়েছে ২২ হাজার ৪০০। এরপর স্কুটিনি করতে গিয়ে ভুতুড়ে ব্যাপার হয়েছে। পঞ্চায়েতের ২২টি সংসদের মধ্যে কোনও বুথে বেড়ে গিয়েছে ২০০ ভোটার। আবার কোনও বুথে বেড়েছে ৩০০ ভোটার। অপরদিকে ভূতুরে ভোটার নিয়ে শুরু হয়েছে জোরদার রাজনৈতিক চাপানউতর। ভোটার তালিকা ধরে স্কুটিনি করতে গিয়ে দেখা গিয়েছে- পঞ্চায়েতের ৪১ নম্বর বুথে গত লোকসভা ভোটে ভোটার সংখ্য্যা ছিল ১০৫৩ জন। এবার তা অস্বাভাবিক বেড়ে গিয়ে ১৩৫৭ জন হয়েছে। যাঁদের এলাকায় কোনও অস্তিত্ব নেই। এদের কারুর বয়স ৬৬ বছর, কারর বা ৬০ বছর বয়স। ভুতুরে এই ভোটার কান্ডে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
ভিডিও দেখুন-