
ওঙ্কার ডেস্ক: সাইবার অপরাধের শিকার টলিপাড়ার রণজয় বিষ্ণু। বর্তমানে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে নায়কের চরিত্রে কাজ করছেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর মিউডিক ভিডিয়ো। এমনই পরিস্থিতিতে সামনে এল সম্পূর্ণ অন্য এক খবর। সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে নিজেই সবটা জানান নায়ক। অভিযোগ উঠছে রণজয় বিষ্ণু নাকি একাধিক মহিলার সঙ্গে কথা বলেন। যদিও সেই ব্যক্তি তিনি নিজে নন। কোনও এক বা একাধিক ব্যক্তি রণজয় বিষ্ণুর নাম করে কথা বলে থাকেন মহিলাদের সঙ্গে। কথা জানতে পেরেই সেই বিষয় তৎপর হন নায়ক। সোশ্যাল মিডিয়ায় নিজেই সকলকে সাবধান করেন। দ্রুত সকলকে সতর্ক করলেন রণজয়।
বিষয়টা নিজেই জানতে পারেন নায়ক। সম্প্রতি তাঁর এক মহিলা ভক্তই তাঁকে বিষয়টা জানিয়েছেন। রণজয়ের জানান এক মহিলাকে তাঁর সঙ্গে দেখা হওয়ার পর প্রশ্ন তোলেন, তিনি কেন তাঁকে চিনতে পারছেন না? তাঁর সেই মহিলার সঙ্গে প্রতিদিন কথা হয়। শুনে অবাক হন নায়ক। তারপরই তিনি সোশ্যাল মিডিয়া লাইভ করার সিদ্ধান্ত নিয়ে বসেন।
এরপরই তিনি বলেন, ‘আমার পরিচয় দিয়ে কেউ কথা বললে তাঁকে বিশ্বাস করবেন না। যাচাই করবেন আগে। আমার প্রোফাইল আমার অফিসিয়াল টিম সামলায়।’ সেলিব্রিটিদের নিয়ে এমন রটনা নতুন নয়, কখনও ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, কখনও আবার অভিনয়ে সুযোগ দেওয়ার নামে টাকা তোলা, প্রতিটা ক্ষেত্রেই তাঁরা বারবার সতর্ক করে থাকেন। এবারও ঠিক একইভাবে সরব হলেন রণজয়।