
প্রশান্ত দাস,মালদা: ফের মালদহে শুট আউট, গুলিবিদ্ধ এক যুবক।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে কালিয়াচকের আকন্দবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের রামনগর বাজারে। জানা গেছে স্থানীয় একটি মদের দোকানে বচসার জেরেই গুলিবিদ্ধ হয় এক যুবক। ঐ সময় ঘটনাস্থলে ৩ রাউন্ড গুলি চলে বলে জানা গেছে। গুলিবিদ্ধ যুবকের নাম অসিত মন্ডল। বাড়ি ভোলাই চক। গুলি লাগার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়, বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। অভিযুক্ত ব্যক্তির নাম অপরাজিত সরকার বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কালিয়াচক থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে,দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে এই ঘটনা ঘটেছে, তারা ব্রাউন সুগার ফেন্সিডিল ও আগ্নেয়াস্ত্র ব্যবসার সাথে যুক্ত। দু পক্ষের সংঘর্ষে আহত হয়েছে দুজন। একজন গুলিবিদ্ধ হয়েছে,অপরজন হাঁসুয়ার কোপে জখম হয়েছে বলে জানা গেছে। তদন্ত শুরু করেছে পুলিশ।