
সুরজিৎ দাস, নদীয়া : সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার আবহে যখন গোটা দেশজুড়ে ধর্মীয় বিভাজনের মেঘ ঘোণাচ্ছে, তখন এক অনন্য নজির স্থাপন করল নদিয়ার শান্তিপুরের হরিপুর অঞ্চল। রাম নবমী উপলক্ষে অনুষ্ঠিত শোভাযাত্রায় মুসলিম সম্প্রদায়ের তরফে অংশগ্রহণকারী হিন্দু ভক্তদের জন্য পানীয় জল ও বাতাসা বিতরণের ব্যতিক্রমী উদ্যোগে মুগ্ধ গোটা এলাকা।
এই মানবিক প্রচেষ্টার উদ্যোগ নেয় হরিপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন, ‘লাব্বাইক’। সংস্থার কর্ণধার কাওসার আলি বিশ্বাস স্পষ্ট ভাষায় জানিয়েছেন, “মানবসেবাই আমাদের আসল ধর্ম। ধর্মের বিভাজনের নামে মানুষে মানুষে বিদ্বেষ ছড়ানোর বিপরীতে আমরা সম্প্রীতির বার্তা দিতেই এই পদক্ষেপ নিয়েছি।” লাব্বাইক সংস্থা শুধু এই উদ্যোগেই থেমে নেই। প্রতিদিন প্রায় ৫০ জন দুস্থ মানুষকে বিনামূল্যে দুপুরের আহার প্রদান করা হয় তাঁদের তরফে। শুধু তাই নয়, প্রতি শুক্রবার বিভিন্ন এলাকায় ঘুরে অসহায় মানুষদের কাছে পৌঁছে যায় তাঁদের চিকিৎসা পরিষেবা।
রাম নবমীর শোভাযাত্রায় অংশ নেওয়া বহু ভক্তই জল ও বাতাসা গ্রহণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অনেকেই বলছেন, এই ঘটনা সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নিদর্শন হয়ে রইল। স্থানীয় বাসিন্দারা বলছেন, “ধর্মের ঊর্ধ্বে মানবতা। হরিপুরের এই উদ্যোগ দেখিয়ে দিল, একসঙ্গে বেঁচে থাকার মূল মন্ত্র হলো পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য। সমাজে বিভেদ নয়, ঐক্যই আমাদের চালিকাশক্তি হওয়া উচিত।” দেশ যখন ধর্মীয় মেরুকরণের রাজনীতির ফাঁদে জর্জরিত, তখন হরিপুরের এই শান্তির বার্তা নিঃসন্দেহে এক বড়সড় জবাব। এমন উদ্যোগ রাজনীতির কৌটোতে আটকে না থেকে সমাজের মূল স্রোতে প্রবাহিত হোক— এটাই প্রত্যাশা।