
সুরজিত দাস, নদিয়া: নদীয়ার কৃষ্ণনগর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে দেখা গেল বিরল দৃশ্য। বকেয়া টাকা সহ একাধিক সমস্যার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন সাফাই কর্মীরা। এদিকে আবর্জনা জমে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়। এমতবস্থায় নদীয়ার কৃষ্ণনগর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের কংগ্রেসের মহিলা কাউন্সিলর এবং তার স্বামী নিজেই সেই আবর্জনা পরিষ্কার করতে ঝাঁটা হাতে রাস্তায় নামলেন। এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা বলেন বরাবরই কাউন্সিলর মহাশয়া আমাদের সাহায্য করেন এবং তিনি আজ যে কাজ করছেন তাকে ধন্যবাদ জানাই।
দিনকয়েক ধরেই সাফাই কর্মীদের বেতন বৃদ্ধিসহ একাধিক সমস্যা চলছিল। সেই কারণে তারা অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এরপরই বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষ সমস্যায় পড়েন। তবে কাউন্সিলরের এহেন আচরণে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীন্দারা। তবে এ বিষয়ে কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান রিতা দাস কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি।