
আমজাদ আলী শেখ,পূর্ব বর্ধমান: অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকার পর এবার বার্ড ফ্লু আতঙ্ক ছড়াল বাংলায়।পূর্ব বর্ধমানের ভাতারের নতুন গ্রামের প্রায় সব খামারেই গত কয়েকদিন ধরে হাজার হাজার মুরগী মারা যাচ্ছে। মুরগীগুলি কেন মারা যাচ্ছে সে কারণ এখনও খামারীদের কাছে স্পষ্ট নয়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটি কোনোভাবেই বার্ড ফ্লু’র ঘটনা নয়।
পূর্ব বর্ধমানের ভাতারের নতুনগ্রামে গিয়ে দেখা গেল প্রায় সব খামারেই গত কয়েকদিন ধরে লাগাতার মুরগী মারা যাচ্ছে। দেখা যাচ্ছে, ছোট মুরগী থেকে বড় মুরগী সবাই আক্রান্ত হচ্ছে। কোনো চিকিৎসাই কাজে আসছে না। এদিকে, জেলায় বেশিরভাগ খামারীই এখন কন্ট্রাক্ট ফাঁমিংয়ের মাধ্যমে মুরগী চাষ করেন। মুরগি প্রতিপালনে যে খরচ হয় তাঁর সবটাই তাদের এখন লোকসান হচ্ছে । যাতে এই রোগ না ছড়ায় সেই কথা মাথায় রেখে মৃত মুরগীগুলিকে গর্ত করে মাটিতে পুঁতে দিচ্ছেন খামারীরা।
অন্যদিকে প্রাণী চিকিৎসক ডা: পার্থ সরকার জানান, পশ্চিমবঙ্গে এখনো বার্ড ফ্লু’র ঘটনা নথিভুক্ত হয়নি। আবহাওয়ার পরিবর্তন, আলোর কমবেশি বা সঠিক ওষুধ বা পরিচর্যার অভাবেও মুরগী মারা যেতে পারে। সঠিকভাবে পরীক্ষা না করে এভাবে বলা সম্ভব নয়।
ভিডিও দেখুন-