
সোমনাথ মুখোপাধ্যায়ঃ রাজ্যের মন্ত্রীসভার দফতর রদবদলের ২৪ ঘন্টার মধ্যে প্রশাসনিক পর্যায়ে রদবদল করল রাজ্য সরকার। মঙ্গলবার এক বিজ্ঞপ্তি জারি করে আমলাস্তরে প্রচুর বদলির কথা ঘোষণা করা হয়েছে। পরিবর্তন হল একাধিক জেলার জেলাশাসক। উত্তরবঙ্গের একাধিক জেলাশাসককে পাঠানো হয়েছে দক্ষিণের জেলায়। আবার দক্ষিণের একাধিক জেলাশাসককে পাঠান হয়েছে উত্তরবঙ্গে। মোট ১১ জেলার জেলাশাসক বদল করা হয়েছে।
যদিও এই রদবদলের ইঙ্গিত আগেই দিয়েছিলেম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা জানিয়েছিলেন, কিছু রদবদল করা হতে পারে। মঙ্গলবার নবান্নের তরফে বদলির বিজ্ঞপ্তি জারি করা হল। সাম্প্রতিক সময় একসঙ্গে এত রদবদল হয়নি রাজ্যের প্রশাসনিক মহলে।
উত্তরবঙ্গের ছয়জন জেলাশাসককে বদলি করা হয়েছে। দার্জিলিংয়ের জেলাশাসক এস পুন্নমবল্লমকে পশ্চিম বর্ধমানের জেলাশাসক করা হয়েছে। দার্জিলিংয়ের নয়া জেলাশাসক করা হয়েছে প্রীতি গোয়েলকে। তিনি উত্তর ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক ছিলেন। জলপাইগুড়ির নতুন জেলাশাসক হয়েছেন শামা পারভিন। তিনি উত্তর ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক ছিলেন। পদোন্নতি পেয়ে জলপাইগুড়ির জেলাশাসক হচ্ছেন। জলপাইগুড়ির বর্তমান জেলাশাসক মৌমিতা গোদারা বসুকে স্বাস্থ্য দপ্তরের সচিব পদে বদলি করা হয়েছে। কালিম্পংয়ের জেলাশাসক আর বিমলাকে আলিপুরদুয়ারের জেলাশাসক করা হয়েছে। কালিম্পংয়ের নতুন জেলাশাসক হয়েছেন এস বালাসুব্রহ্মণ্যম। উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দ কুমার মিনাকে কোচবিহারের জেলাশাসক করা হয়েছে। উত্তর দিনাজপুরের দায়িত্বে আসছেন সুরেন্দ্র কুমার মিনা। তিনি আলিপুরদুয়ারের জেলাশাসক ছিলেন।
রদবদল হয়েছে আইপিএস মহলেও। একাধিক জেলার পুলিশ সুপার বদল করা হয়েছে একাধিক পুলিশ জেলার। এর মধ্যে রয়েছে কোচবিহার, রাণাঘাট, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরে।