
ওঙ্কার ডেস্ক:পুজোতেও বন্ধ নেই আর জি কর কাণ্ডের প্রতিবাদ।ষষ্ঠীতে একাধিক প্রতিবাদ কর্মসুচি রয়েছে চিকিৎসকদের ।দুপুর তিনটেয় রয়েছে সিজি ও অভিযান।তারপর আর জি কর ও জয়নগরের নির্যাতিতার প্রতীকী মূর্তি নিয়ে মণ্ডপে মণ্ডপে ভ্রমন।এছাড়াও রয়েছে রক্তদান কর্মসুচি।
আজ ৯ অক্টোবর দু’মাস হবে আরজি করের চিকিৎসকের নৃশংস ধর্ষণ ও খুনের। প্রতিবাদ ও বিক্ষোভের আগুন এতদিনে স্তিমিত হওয়ার বদলে বরং আরো তীব্রতর হয়ে উঠেছে। আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের সংহতি জানিয়ে গণইস্তফা দিয়েছেন সিনিয়র ডাক্তাররা। আর এবার বুধবার থেকেই নতুন কর্মসূচি ঘোষণা করলেন আন্দোলনকারীরা। এদিন সিজিও কমপ্লেক্সে অভিযানের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা।ষষ্ঠীর দিন বিকাল তিনটে করুণাময়ী থেকে সিজিও অবধি অভিযান করবেন চিকিৎসকেরা। পাশপাশি বুধবার সকালে আরজি কর মেডিক্যালে নির্যাতিতার স্মরণে রক্তদান শিবির হবে। এরপর দুর্গাপুজোর মণ্ডপে মণ্ডপে চিকিৎসকদের ১০ দফা দাবি লেখা লিফলেট বিলি করা হবে। আন্দোলনকারীদের সঙ্গে থাকবে আরজি কর এবং জয়নগরের নির্যাতিতার প্রতীকী মূর্তিও। উত্তর থেকে দক্ষিণ কলকাতার মণ্ডপে মণ্ডপে ঘুরবেন তাঁরা।