
ওঙ্কার ডেস্ক:আরজি কর মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলায় ৯০ দিন পরেও মেলেনি বিচার, সিবিআই চার্জশিট জমা দিতে না পারায় ইতিমধ্যে আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে জামিন দিয়েছে শিয়ালদা কোর্ট, যার জেরে আবার ফের রাস্তায় নেমেছে সাধারণ মানুষ ও চিকিৎসকেরা। সেই আবহেই সোমবার ধর্মতলায় ধর্নায় বসতে চেয়ে কলকাতা পুলিশকে একটি মেল করে ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স’, কিন্তু তাতে অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। যার ফলে অনুমতি আদায়ের জন্যে হাইকোর্টে মামলা করার আবেদন করে চিকিৎসকেরা এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা করার অনুমতি ও দেন তাদের এবং বুধবার এই মাম্লার শুনানি।
মুলত দুইটি দাবি নিয়ে তারা ১৭ থেকে ২৬ ডিসেম্বর ধর্মতলার ডোরিনা ক্রসিং এ অস্থায়ী মঞ্চ গড়ে ধর্না দিতে চায় চিকিৎসকদের পাঁচ সংগঠন নিয়ে তৈরি মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। তাদের দুইটি দাবি হল সিবিআইকে দ্রুত অতিরিক্ত চার্জশিট জমা দিতে হবে এবং আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়ার ক্ষেত্রে সিবিআইকে বাধা দেওয়া চলবে না।
কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারের তরফ থেকে জানানো হয় যে ডোরিনা ক্রসিং এর মতো ব্যাস্ত জায়গায় এত দিন ধরে মঞ্চ করে ধর্না করলে তা শহরে যানজট তৈরি করবে এমনিতেও শীতের মরশুমে প্রচুর মানুষ ভির জমান শহরে বর্ষবরণ ও ২৫ শে ডিসেম্বরের ছুটি কাটাতে। অবশ্য চিকিৎসকদের সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে যে এটি সম্পূর্ণ ভাবে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ তাই এতে মানুষের কোনো সমস্যা হবে না।