
ওঙ্কার ডেস্ক:ডোমজুড়ের বাঁকড়ায় দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ। বোমাবাজি ভাঙচুর আহত ৬। ঘটনাস্থালে ডোমজুড় থানার বিশাল পুলিশ বাহিনী। রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। জানা গেছে বাড়ি তৈরিতে বাঁধা দেওয়ায় পঞ্চায়েতে সদস্য শেখ মফিজুল ওরফে মিন্টুর বাড়িতে হামলা চালানো হয়। অভিযোগ ফারুক ও তার লোকজনের বিরুদ্ধে। এরপরেই পাল্টা হামলা চালায় শেখ মফিজুলের বাহিনী।
এই ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের কম করে 6 জন । শেখ ফারুক একজন সিপিএম কর্মী বলে জানা গেছে। সে বেআইনি ভাবে বাড়ি বানাচ্ছিল বলে অভিযোগ। এবং তাকে ফারুক ও তার দলবল বাধা দেওয়ার পর থেকেই গণ্ডগোলের সূত্রপাত বলে জানা গেছে।বর্তমানে ব্যাপক উত্তেজনা রয়েছে এলাকায়।ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে