
নিজস্ব সংবাদদাতা : আজব দৃশ্য ডোমজুড়ে । প্রেমে ধোঁকা খেয়ে ভরা রাস্তায় নিজের গলায় ছুরির কোপ দিল এক যুবক । এই ঘটনায় এই ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে যুবকটির নাম প্রশান্ত সিংহ রানা, বাড়ি ঝাড়খন্ডে। কাজের সূত্রে ডোমজুড়ের জঙ্গলপুরের বাসিন্দা ওই ব্যক্তি। গতকাল রাত সাড়ে ন’টা নাগাদ রাস্তায় হাঁটতে হাঁটতে নিজের গলায় নিজেই ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই যুবক ।
এরপর রাস্তার পাশে এক দোকানদারকে অনুরোধ করেন ওই তাঁর ছবি মোবাইলে তুলে দিয়ে ভাইরাল করে দিতে। তারপর রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। তার আগে বারবার বলতে থাকেন , “মেয়েটি ধোঁকা দিয়েছে। তাই গলায় ছুরি চালিয়েছি। একটু ছবি তুলে দিন আমার মোবাইলে। ভাইরাল করব।”
সরস্বতী ব্রিজের কাছে বিপন্ন পাড়ার মানুষরা এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেছেন। উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে যান ডোমজুড় থানার পুলিশ। ওই যুবককে আশঙ্কাজনক অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
সূত্র খবর হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসা চলছে ওই যুবকের। গোটা ঘটনা তদন্ত শুরু করেছেন ডোমজুড় থানার পুলিশ। জানানো হয়েছে প্রেমের সম্পর্কের কারণেই এই ঘটনা।