
প্রতীতি ঘোষ, হালিশহর :প্রতিবাদ মিছিলে মদ্যপ পুলিশের দাদাগিরি।এক মহিলার শ্লীলতাহানি করা চেষ্টার অভিযোগ।ব্যাপক চাঞ্চল্য এলাকায় । আর জি কর হাসপাতালের তরুনী চিকিৎসক কে নৃশংসভাবে খুনের ঘটনার প্রতিবাদে রবিবার রাতে কাঁচরাপাড়ার হালিশহর এলাকায় ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকদের এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় ।সেই সময় হালিশহর থানার এক কর্তব্যরত কনস্টেবল মদ্যপ অবস্থায় ওই মিছিলে থাকা এক মহিলার শ্লীলতাহানির করার চেষ্টা করে বলে অভিযোগ । ওই মহিলা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করেন।তিনি নিজেই এই কথা জানিয়েছেন সংবাদ মাধ্যমকে।এই ঘটনার প্রতিবাদে ওই পুলিশকর্মীর বিরুদ্ধে হালিশহর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে আন্দোলনকারীরা।
এরপর অভিযুক্ত পুলিশ কনস্টেবল কে ওই এলাকা থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ। অভিযুক্ত ওই কনস্টেবল এর বিরুদ্ধে হালিশহর থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযোগকারী ওই মহিলার তরফ থেকে।অভিযুক্ত কনস্টেবলের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে।