মানস চৌধুরী,দমদম : দিল্লিতে রাজপথের নাম পরিবর্তন করে করা হয়েছে কর্তব্য পথ। যেখানে রয়েছে নেতাজি মূর্তি।এই কর্তব্য পথকে সুন্দর করে বানানো হচ্ছে উদ্যান। দিল্লির এই অমৃত বাটিকা উদ্যানের জন্য মাটি সংগ্রহ কর্মসূচি নিয়েছে বিজেপি। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে “আমার মাটি, আমার দেশ”। সেই উদ্যানের জন্য সারা দেশ থেকে সংগ্রহ করা হচ্ছে মাটি। এই কর্মসূচি অনুযায়ী বিজেপির দমদম বিধানসভা মণ্ডল ৩ এর কর্মীরা তাদের এলাকার বিভিন্ন মন্দির থেকে মাটি সংগ্রহ করে পাঠালেন দিল্লিতে। মাটি সংগ্রহের জন্য রবিবার ঢাক ঢোল নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রার মধ্য দিয়ে বিভিন্ন মন্দিরে গিয়ে মাটি সংগ্রহ করা হয়। এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিজেপি মুখপাত্র তথা রাজ্য কমিটির সদস্য বিমল শঙ্কর নন্দ, স্থানীয় নেতা ও কর্মীরা।
এই শোভাযাত্রা দমদম স্টেশন এর সামনে থেকে শুরু হয় এবং দমদমের বিভিন্ন এলাকায় যায়।প্রসঙ্গত, গত ১২ আগস্ট হাওড়ার বাগনানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে দেউলটিতে এসে শরৎচন্দ্রের বাড়ি থেকে মাটি সংগ্রহ করে “আমার মাটি, আমার দেশ” কর্মসূচির সূচনা করে গিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।