
রাজ মোহন ঝাঁ, দমদম পার্কঃ যশোর রোডে দমদম পার্ক এলাকায় জলের পাইপ লাইন ফেটে বিপত্তি। পাইপ ফেটে দোতলা বাড়ির সমান উঁচু জল উঠছে। সাধারণ মানুষ জল পাবেন কিনা সেই আশঙ্কায় তারা।
বৃহস্পতিবার সকালে দমদম পার্ক যশোর রোড কানেক্টরে পানীয় জলের পাইপ লাইন ফেটে যায়। সেখান থেকে দুতলা বাড়ির সমান জল উঁচু উড়তে শুরু করে। এদিকে জল বেরিয়ে যাবার কারণে দক্ষিণ দমদম পৌরসভার বিস্তীর্ণ এলাকার মানুষ জল পাবেন কিনা এই আশঙ্কায় ভুগছেন।
অবিলম্বে ওই পাইপ লাইন সাড়াই করা হোক বলে দাবি তুলছেন সাধারণ মানুষ খবর দেয়া হয়েছে দক্ষিণ দমদম পৌরসভা কে জল বন্ধ করতে উদাসীন পৌরসভা বলে অভিযোগ