
মানস চৌধুরী, দমদম : উপনির্বাচনে আরজিকরের প্রভাব পরবে না। তৃণমূল ছটি আসনে জয় পাবে। দক্ষিণ দমদমে বিজয়া সম্মেলনীর সভা থেকে দাবি রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।এদিন বেশ কয়েক জন কাউন্সিল তৃণমূলে যোগ দান করেন।
দমদমের শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় বিজয়া সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন দমদমের সংসদ সৌগত রায় এবং দমদমের বিধায়ক তথা রাজ্যে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু।তৃণমূল সূত্রে খবর, এই বিজয়া সম্মেলনের সভা থেকে তৃণমূলে যোগ দেন দক্ষিণ দমদম পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিল রিতা রায়চৌধুরী ও 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিল দেবাশীষ ব্যানার্জী সহ প্রাক্তন কাউন্সিল প্রবীর পাল। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন সৌগত রায় ও ব্রাত্য বসু। দক্ষিণ দমদমে তৃণমূলের কোন প্রতিপক্ষ নেই দলীয় পতাকা তুলে দিয়ে দাবি সৌগত রায়ের।উল্লেখ্য,রাজ্যে ছয় আসনে উপনির্বাচ রয়েছে। আরজিকরের আবহে এই নির্বাচন সব পক্ষের কাছে চ্যালেঞ্জ। তবে তৃণমূল ছয়ে ছয় পাবে বলে দাবি ব্রাত্য বসুর।
যোগদানের পর দেবাশীষ বন্দোপাধ্যায় বলেন, ব্রাত্য বসু ও সৌগত রায়কে ধন্যবাদ। আমরা আগে দলের কর্মী ছিলাম মাঝে একটু দূরত্ব তৈরি হয়েছিল সেটি মিটে গেছে আমরা আবার ঘরে ফিরলাম নতুন উদ্যমে আবার কাজ শুরু করব।