
নিজস্ব প্রতিনিধিঃ মহাসমারোহে বেলুড় মঠের শাখাকেন্দ্র রামকৃষ্ণ মিশন সারদাপীঠে হয়েছে শ্রীশ্রীজগদ্ধাত্রী পূজা। সারদাপীঠের অঙ্গন ‘তত্তমন্দির’এর সংলগ্ন পুজোমন্ডপে হচ্ছে এই পুজো। বৈদিক এবং তান্ত্রিক মতে এই পুজোর সংমিশ্রণ রয়েছে। প্রায় ৮১ বছরের বেশি সময় ধরে এখানে নিষ্ঠার সঙ্গে পুজো হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে সপ্তমী, অষ্টমী ও নবমীর বিহিত পুজো অনুষ্ঠিত হচ্ছে। সকালে পূর্বাহ্ন পূজা দিয়ে শুরু হয় পূজা। এরপর মধ্যাহ্ন পূজা এবং অপরাহ্ন পূজা হয়। এরই মধ্যে হয় পুষ্পাঞ্জলি, হোম এবং প্রসাদ বিতরণ। সন্ধ্যা আরতি হয়ে পুজোর সমাপ্তি হয়। দশমীর দিন সকালে পূজা হওয়ার পর দর্পণ বিসর্জন হয় এবং সন্ধ্যায় হয় প্রতিমা নিরঞ্জন। পুজো দেখতে ভিড় করেছেন দর্শনার্থীরা।