
প্রতীতি ঘোষ, ইছাপুর : হাতে গোনা আর কয়েক দিনের অপেক্ষা. মর্তে নিজের বাপের বাড়ি আসছেন দেবী দুর্গা। আলোর মালায় সেজে উঠছে গোটা রাজ্য. কোথাও সাবেকিয়ানার ছোঁয়া, কোথাও আবার থিমের বহর. আসন্ন দুর্গাপুজোতে দর্শনার্থীদের নিজেদের মন্ডপে টানতে বিভিন্ন ধরনের থিমে পুজো মন্ডপকে সাজিয়ে তুলছেন পুজো উদ্যোক্তারা। বিভিন্ন পুজো মন্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উৎসবের আনন্দে মেতে উঠতে প্রস্তুত বাঙালি.
এবছর পুরোনো কলকাতার ঐতিহ্য সংস্কৃতি ফুটে উঠতে চলেছে ইছাপুর রাইফেল ফ্যাক্টরির দুর্গাপুজো মণ্ডপে. প্রতি বছরের মত এই বছরেও কলকাতার পাশাপাশি জেলার পুজোগুলোতেও থিমের ছোঁয়া লেগেছে। এতদিন যারা বন্দুক তৈরি করে দেশের সুরক্ষায় নিজেদের অবদান রাখতেন, সেই রাইফেল ফ্যাক্টরীর আধিকারিক ও কর্মীরাও তাদের দুর্গাপুজোতে আনছেন থিমের চমক। ইছাপুর রাইফেল ফ্যাক্টরি সর্বজনীন দুর্গোৎসব কমিটির এবারের দুর্গাপুজোর থিম পুরোনো কলকাতা। এবার দ্বিতীয় বছরে পদার্পণ করলো ইছাপুর রাইফেল ফ্যাক্টরির দুর্গাপুজো.
কলকাতার নাম করা শিল্পীরা রোদ জল উপেক্ষা করেই এই পুজো মন্ডপকে সাজিয়ে তুলছেন। মূলত, পুরোনো কলকাতার ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে চাইছেন এই পুজোর উদ্যোক্তারা। গত বছরের মত এই বারেও দর্শনার্থীদের ঢল নামবে তাদের পুজো মন্ডপে, আশা এই পুজোর উদ্যোক্তাদের।