
জয়ন্ত সাহা, আসানসোল : অবশেষে প্রতীক্ষার অবসান. মা এসেছেন মর্তে. আলোর মালায় সেজে উঠেছে চারদিক. উমার আরাধনা চলছে মণ্ডপে মণ্ডপে. কলকাতার পাশাপাশি থিমের বহর দেখা যাচ্ছে জেলায় জেলায়. ব্যতিক্রম নয় পশ্চিম বর্ধমানের আসানসোলও. অভিনব থিমে সেজে উঠেছে বিভিন্ন মণ্ডপ.
আসানসোলের বার্নপুর এবি টাইপের পুজো এবছর পড়লো ৪৫ বছরে। এবছর পুজোর থিম ‘সবুজায়নে দায়বদ্ধতা’। গাছের তৈরি বিভিন্ন জিনিসপত্র দিয়ে সুসজ্জিত করা হয়েছে মণ্ডপে। উদ্যোক্তাদের বক্তব্য, এবছরের থিম শিল্পাঞ্চলবাসীর নজর কাড়বে.
অন্যদিকে, বার্নপুরের নেতাজি স্পোর্টিং ক্লাবের পুজোয় এবছরের থিম ‘ছদ্মবেশ’. ৫৩ তম বর্ষে পদার্পণ করলো এই পুজো। ঠিক কেন এমন থিম বেছে নিলেন, জালানেল পুজো উদ্যোক্তারা.
বার্নপুর নওজোয়ান ক্লাবের পুজোয় প্রতিবারই থাকে দারুণ চমক. ৩২তম বছরে তাদের থিম ‘প্রথা’। খড়, মাটির পাত্র সহ বিভিন্ন সামগ্রী দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ যা দেখতে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা.
অপরদিকে, রাজস্থানের আদলে তুলে ধরা হয়েছে আসানসোলের কোর্ট রোড পুজো কমিটির পুজো. ৭৮ তম বর্ষে এই পুজো দেখতে মানুষের ঢল নামবে, এমনটাই আশা করছেন পুজো উদ্যোক্তারা.