
উজ্জ্বল হোর, জলপাইগুড়ি : ছোটবেলা থেকেই আঁকাআঁকিতে ডুবে থাকতো মেয়েটা. ভালবাসত বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরি করতে. এবার একেবারে দুর্গাপ্রতিমা তৈরি করে ফেললো। জলপাইগুড়ি সেন্ট এন্টনি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী জাহ্নবী ঘোষ. সে এবার নিজের হাতে তৈরি করেছে মৃন্ময়ী দুর্গা। শিউলি পলাশ শিশিরে ভেজা দূর্বার মনমাতানো গন্ধে যখন ম ম করছে চারদিক, তখন বাড়ির মেয়ের এ হেন কাজ দেখে আপ্লুত মা-বাবা থেকে দাদু-ঠাকুমা.
ছোট্ট জাহ্নবী জানায়, সে ছোটবেলা থেকেই এইরূপ দেবদেবীর মূর্তি তৈরি করছে এবং তার তৈরি করতে ভীষণ ভালো লাগে। আগামী দিনে আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করতে চায় সে।
আকাশে মেঘের ভেলা, মাঠে-ঘাটে কাশফুলের দোলা জানান দিচ্ছে মা আসছেন. হাতে গোনা কয়েকদিনের অপেক্ষা. পুজো মণ্ডপগুলোতে চোখে পড়ছে শেষ মুহূর্তের ব্যস্ততা. এবার নিজের হাতে দুর্গাপ্রতিমা তৈরি করে তাক লাগালো খুদে জাহ্নবি।