
ঝাড়গ্ৰাম ,অরূপ ঘোষ :মহিলাদের উদ্যোগে ঝাড়গ্রামের আশাকাঁথি গ্রামে এবছর থেকে শুরু হচ্ছে দুর্গাপুজো । তারই খুঁটি পুজো অনুষ্ঠিত হল বুধবার।এই গ্রামের মহিলারা লক্ষ্মীর ভান্ডারের টাকা জমিয়ে দুর্গাপূজা করতে উদ্যোগী হয়েছেন, এছাড়াও আশাকাঁথি গ্রামের স্কুল কলেজের মেয়েরাও টিফিনের টাকা জমিয়ে দান করেছেন পুজো ফান্ডে। সবমিলিয়ে মহিলাদের সম্মীলিত প্রচেষ্টার ফসল এই পুজো। এ বছরই প্রথম এই পুজো অনুষ্ঠিত হচ্ছে আশা কাঁথি গ্রামে। স্থানীয় মহিলারা জানিয়েছেন প্রত্যেক বছর পুজো দেখতে যেতে হয় গ্রাম থেকে পাঁচ কিলোমিটার দূরে। তাই সংসারের কাজ সামলে পুজো দেখতে যাওয়া খুবই কষ্টসাধ্য এই এলাকার মহিলাদের কাছে। এবার তাই নিজেরাই পুজো করার উদ্যোগ নিয়েছেন এলাকার মহিলারা। পূজো কমিটির সভাপতি শোভা চন্দ্র জানান প্রায় ১৫০ জন মহিলা নিয়ে এবার পুজো করেছেন তারা। সব মিলিয়ে এবারের পুজোর বাজেট প্রায় ১লক্ষ্য টাকা।আশাকাঁথি গ্রামে বিভিন্ন পুজো হলেও হত না দুর্গাপূজা। তাই এবার দুর্গাপূজা হওয়ায় খুশি ও উৎসাহিত গ্রামের সাধারণ মানুষ।