
উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি : শ্রাবণের আকাশে নীল সাদা মেঘের আনাগোনা যেন উমার আগমনীর আভাস দিচ্ছে প্রতিনিয়ত।বর্ষার কালো মেঘ কেটে যেন এক ফালি শরৎ উঁকি দিচ্ছে আকাশ থেকে। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপূজা আসতে বাকি আর ৮৭ দিন। কুমারটুলির পাশাপাশি বাংলার সমস্ত মৃৎ শিল্পীদের ব্যস্ততা এখন চরমে। একই চিত্র দেখা গেল জলপাইগুড়িতেও। তবে প্রতিমা গড়ার ক্ষেত্রে জলপাইগুড়ির মৃৎ শিল্পী অভিযোগ করেছেন,এখন প্রতিমা তৈরির মাটির বড়ই আকাল। প্রতিমা তৈরির জন্য মাটি জোগাড় করা মৃৎ শিল্পীদের জন্য দিনে দিনে ভীষণ কষ্টসাধ্য হয়ে পড়ছে। পাশাপাশি তিনি আরও জানান,বর্ষার পরেই দরজায় টোকা দেয় শারদীয়া। সেই সময়ের মধ্যেই খড়, মাটি, রঙ দিয়ে গড়ে তুলতে হয় পরিবার সহ উমার মূর্তি। ফলে যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে হয়।
মৃৎ শিল্পীর এই অভিযোগ যেন আধুনিক সমাজকে আবারও জানান দিচ্ছে ইট,পাথর,লোহা, প্লাস্টিকের ভিড়ে আসল জিনিসগুলো ক্রমাগত হারিয়ে যাচ্ছে। তবে অভিযোগের পরও মৃৎশিল্পী জানান, পরিস্থিতি বা আবহাওয়া যেমনই হোক না কেন সঠিক সময়ে মণ্ডপে মণ্ডপে উমাকে পৌঁছে দিতে পারলেই শান্তি মৃৎশিল্পীদের। তাই প্রায় নাওয়া খাওয়া সব ভুলে এখন মনোযোগ দিয়ে কাজ করছেন মৃৎ শিল্পীরা।