
আদালত প্রতিনিধি : বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে আবেদনকারী পুজো উদ্যোক্তাদের অভিযোগ, পাশেই কেএমডিএ কর্তা দেবাশীষ সেনের স্ত্রীর উদ্যোগে পুজো হয়। সেই পুজোর জৌলুস যাতে না কমে সেই কারণেই তাঁদের নতুন পুজোর অনুমতি দেওয়া হচ্ছে না।
স্থানীয় একটি কমিটিকে হিডকো দুর্গাপুজোর অনুমতি না দেওয়ায় মামলা দায়ের হয় হাই কোর্টে। সেই মামলাতেই এই প্রশ্ন তুলেছে আদালত। তবে এদিন মামলার শুনানি শেষে রায় দান স্থগিত রেখেছেন বিচারপতি ভট্টাচার্য।
নিউ টাউন মেলা প্রাঙ্গণে পুজোর অনুমতি চেয়ে আবেদন করে নিউ টাউন ইন্টেলেকচুয়ালস্ নামে একটি সংগঠন। হিডকো ও কেএমডিএ-র তরফে আইনজীবী জিষ্ণু চৌধুরী জানান, “গত বছর অনুমতি দেওয়া ব্যতিক্রম ছিল। এখন ওই জায়গায় অনুমতি দিলে ট্রাফিকের সমস্যা হবে। তাছাড়া প্রতি হাউজিংয়ের পুজো হয়। বিগত বছরে বাস স্ট্যান্ডের পরিবর্তে মেলা প্রাঙ্গণে দেওয়া হয়।”
বিচারপতি জানতে চান, তাহলে এই বছর সেই জায়গায় অনুমতি দিতে বাধা কোথায়। মামলাকারী সংগঠনের তরফে আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারির দাবি, “কলেজের উৎসব সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অনুমতি দেওয়া হয়, তাহলে পুজোয় কেন নয়? ওখানে সার্ভিস রোড আছে। ফলে যানজট হওয়ার সুযোগ নেই।”