
অনুসুয়া সিনহা,দুর্গাপুর:রবিবার মধ্যরাতে দুর্গাপুরের একটি বিউটি পার্লার ভাঙচুর করার ঘটনায় উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠিচার্জ ।
রবিবার রাতে দুর্গাপুরের মামড়া বাজারের একটি বিউটি পার্লারের মালিকের সঙ্গে কাস্টমারের মধ্যে ঝামেলা হয়। পার্লারের কাস্টমারদের কাছে যে পরিমাণ টাকা দাবি করা হয়েছিল তা কম থাকার জন্য তাদের মোবাইল কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ । এবং পার্লারের ভিতরে আটকে রাখা হয়। এরপর কাস্টমাররা বাইরে এসে চিৎকার চেঁচামেচি শুরু করেন । খবর পেয়ে ঘটনাস্থল এসে উপস্থিত হন স্থানীয় বাসিন্দারা। তারাই পার্লার ভাঙচুর করেন বলে অভিযোগ।
এরপরে ঘটনাস্থলে নিউ টাউনশিপ থানার পুলিশ এসে বিনা প্ররোচনায় লাঠিচার্জ করে বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। তারা জানিয়েছেন এই পার্লার টি অবৈধ ।পুলিশ ও স্থানীয় নেতৃত্বকে ম্যানেজ করে পার্লার টি চালানো হচ্ছে।