
অনুসূয়া সিনহা, দুর্গাপুর: পাঁচটি ছাগল নিয়ে দুর্গাপুর পুর নিগমের সামনে থেকে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ অবধি বিজেপির মিছিল। কিন্তু মিছিলে ভেঁড়া ও ছাগল কেন। বিজেপির দাবি, মুখ্যমন্ত্রী পুর নিগমের কর্মীদের অপদার্থ বলে প্রকৃতপক্ষে ভেড়া এবং ছাগলের সাথে তুলনা করেছেন ।তাই এই অভিনব প্রতিবাদ। পুনর্বাসন ছাড়া হকারদের কেন উচ্ছেদ করা হলো। দুর্গাপুর পুর নিগমের মেয়াদ ২বছর আগে শেষ হলেও এখনো হলো না নির্বাচন। কেন দুর্গাপুরের মানুষ বঞ্চিত থাকবে নাগরিক পরিষেবা থেকে, এই প্রশ্নগুলি তোলা হয় মিছিল থেকে।.
এদিন বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের নেতৃত্বে অবস্থান বিক্ষোভে বসে বিজেপি কর্মী সমর্থকরা। দুর্গাপুরের মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
এ বিষয় বিজেপির রাজ্য কমিটির সদস্য পারিজাত গঙ্গোপাধ্যায় বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরের প্রশাসকমণ্ডলীর সদস্যদের পাঁচজনকে অপদার্থ বলেছিলেন। তাহলে ওদের বসিয়ে রেখেছেন কেন?’ দ্রুত হকারদের পুনর্বাসন দেওয়া না হলে বিজেপির আন্দোলন চলবে বলেও জানায় বিজেপি নেতৃত্ব.
প্রশাসক মন্ডলের ভাইস চেয়ারম্যান অমিতাভ বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে বলেন,”বিজেপির বিক্ষোভ নিয়ে পরোয়া করি না। সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছেন”
প্রসঙ্গত, হকার উচ্ছেদ ইস্যুতে তোলপাড় রাজ্য. এই আবহে বিজেপির এ হেন বিক্ষোভ আলোড়ন ফেলেছে রাজনৈতিক মহলে.