
অনুসুয়া সিনহা ,দুর্গাপুর:
ডেঙ্গির প্রকোপ ক্রমশ বেড়েই চলেছে দুর্গাপুরে । তার পাশাপাশি ডেঙ্গি আক্রান্ত মানুষের সংখ্যা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক । জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কেকা মুখার্জি বলেন 32 নম্বর ওয়ার্ডের প্রায় পঞ্চাশ জন ডেঙ্গি আক্রান্ত মানুষকে সনাক্ত করা গেছে, তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আবার তার কিছুক্ষণ পরই দুর্গাপুর নগর নিগমের বোর্ডের পক্ষ থেকে রাখি তেওয়ারি বলেন ৩২ জন মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন।
এরপরই ডেঙ্গি আক্রান্ত সংখ্যা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। সি পি এম নেতা পঙ্কজ রায় সরকার বলেছেন এই সরকার করোনা আক্রান্তদেরও হিসাব লুকিয়ে ছিল, , ডেঙ্গু আক্রান্তদের ও হিসাবও লুকাচ্ছে। এই সরকার টেট পরীক্ষায় ওএমআর শিট নম্বর লুকায়, পঞ্চায়েত নির্বাচনে কাউন্টিং এর হিসাবও গরমিল করে ।ডেঙ্গি নিয়ে এমনিতেই চিন্তায় রয়েছেন দুর্গাপুরের বাসিন্দারা।তার উপর আক্রান্তের সংখ্যা নিয়ে তরজা শুরু হওয়ায় উদ্বিগ্ন এলাকাবাসীরা।