
অনুসুয়া সিনহা,দুর্গাপুর:ডেঙ্গু ক্রমশই ভয়াবহ আকার ধারণ করছে রাজ্য জুড়ে। ইতিমধ্যেই ডেঙ্গু নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে ।সেইমতো মঙ্গলবার দুর্গাপুরের কবিগুরু এলাকায় ডেঙ্গু নিয়ে প্রচার অভিযান করলেন স্বাস্থ্য বিভাগের কর্মীরা।ডেঙ্গু সচেতনতায় সিটি সেন্টারের কবিগুরু এলাকায় প্রচার শুরু করলো দুর্গাপুর নগর নিগমের ডেঙ্গু নিয়ন্ত্রন কমিটি। মঙ্গলবার প্রশাসক মন্ডলীর সদস্য রাখী তেওয়ারীর নেতৃত্বে নগর নিগমের স্বাস্থ্য বিভাগের কর্মীরা বাড়ী বাড়ী গিয়ে সচেতন করেন এলাকাবাসীকে । ফুলের টব সহ অনান্য জায়গার জমা জল পরিষ্কার করার পরামর্শ দেন বাসিন্দাদের। এছাড়াও ডেঙ্গুর মশা নিয়ন্ত্রনে স্প্রে করা হয় এলাকায়। পাশাপাশি মাইকিং করে সচেতন করা হয় এলাকার মানুষকে।। রাখী তেওয়ারী বলেন যে একটা সময় পলাশডিহায় প্রচুর মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। এখন তা নিয়ন্ত্রনে । পরবর্তীতে সিটি সেন্টার এলাকাতেও কিছু মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন , এখনও প্রায় ১০ জন আক্রান্ত , সবাই হাসপাতালে আছেন ।সে কারনেই সিটি সেন্টারে এই সচেতনতা অভিযান করা হচ্ছে।
এই প্রচার অভিযানে রাখী তিওয়ারি ছাড়াও উপস্থিত ছিলেন মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জি।