
অনুসূয়া সিনহা, দুর্গাপুর : গুজরাতের পবিত্র নর্মদা নদী, পাহাড় আর ঘন জঙ্গলে ঘেরা তারই মাঝে নীলকন্ঠ মন্দিরে বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব। সেই নীলকন্ঠ মন্দিরের আদলে তৈরি হচ্ছে দুর্গাপুরের চতুরঙ্গ সার্বজনীন দুর্গাপুজা মণ্ডপ। শেষ মুহূর্তে চূড়ান্ত তৎপরতা শিল্পীদের।
এই পুজো ৩৭ তম বর্ষে পদার্পণ করছে। প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয় করে তৈরি করা হচ্ছে মন্ডপ। কুমারটুলি থেকে পৌছে গিয়েছে ঠাকুরও। দুদিনের মধ্যে আলোকসজ্জা এবং মণ্ডপের কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলেও আশাবাদী উদ্যোগতারা। পুজো কমিটির সাধারণ সম্পাদক নীলাঞ্জন রায়চৌধুরী বলেন,”গুজরাতের নীলকন্ঠ মন্দিরের আদলে এই মন্ডপ তৈরি করা হচ্ছে। চতুরঙ্গ মাঠ একেবারেই সেই মন্দিরের রূপ নিয়েছে।
প্রতি বছরের মত এবছরও সুন্দর থিম নিয়ে উপস্থিত চতুরঙ্গ সার্বজনীনের পুজোয় দর্শনার্থীর ঢল নামবে আশা করছেন পুজোর আয়োজকরা।