
অনুসূয়া সিনহা,দুর্গাপুর : দিনের পর দিন বিদ্যুৎ বিভ্রাটে সমস্যায় এলাকাবাসী। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের গাড়ি আটকে বিক্ষোভ এলাকাবাসীদের সহ তৃণমূল নেতৃত্বের। ঘটনাটি কাঁকসার মলানদিঘী এলাকার। এলাকাবাসীদের অভিযোগ, এক সপ্তাহ ধরে রাতে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বিদ্যুৎ। এই গরমে চরম অস্বস্তির মধ্যে থাকতে হচ্ছে সকলকে। বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের বারবার জানানো সত্ত্বেও কোন সুরাহা মিলছে না বলে অভিযোগ এলাকাবাসীর।
বুধবার সকালে কাঁকসার মলানদিঘী এলাকায় পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের গাড়ি ট্রান্সফরমার মেরামত করতে এলেই বিদ্যুৎ দপ্তরের গাড়ি আটকে রেখে দেন এলাকাবাসীরা এবং তৃণমূল নেতৃত্ব। তারা সাফ জানান যতক্ষণ না পর্যন্ত বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা এলাকায় পৌঁছচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা গাড়ি আটকে রাখবেন। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকাজুড়ে।