
ওঙ্কার ডেস্ক: ভারত –বাংলাদেশ উত্তপ্ত আবহে দুর্গাপুরের পানাগড় সেনা ছাউনি থেকে গ্রেপ্তার হল এক সন্দেহভজন। ধৃতের নাম নীলেশ যাদব। বিহারের বাঁকা জেলার বাসিন্দা নীলেশ যাদব। বুধবার পানাগড় সেনা ছাউনিতে এই ব্যাক্তিকে মোবাইলে ছবি তুলতে দেখেন সেনা আধিকারিকরা, সাথে সাথেই তাকে আটক করে শুরু হয় জিজ্ঞাসাবাদ, ধৃতের কাছ থেকে পাঁচটি মোবাইল উদ্ধার হয় যাতে রয়েছে বিভিন্ন ধরনের অ্যাপ। ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। পাঁচ দিন নিজেদের হেফাজতে রেখেছিলেন দুর্গাপুরের বুদবুদ থানার পুলিশ, জিজ্ঞাসাবাদ করে খতিয়ে দেখা হচ্ছে এর সাথে আর কারোর যোগ রয়েছে কিনা। তবে ধৃত নীলেশ যাদব জানিয়েছেন, তিনি একটি বহুর্জাতিক মোবাইল সংস্থার কর্মী। এখন পুলিশ খতিয়ে দেখছে এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে কিনা।