
অনসূয়া সিনহা, দুর্গাপুর : মাঠে গড়াগড়ি খাচ্ছে প্রধানমন্ত্রী জনধন যোজনার পাস বই ! সঙ্গে পড়ে প্রচুর এটিএম কার্ড. চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরের কোকওভেন থানার সগড়ভাঙা এলাকায়। কে ব্লক হাউসিং এর মাঠে এত পাস বই আর এটিএম কার্ড পড়ে থাকতে দেখে চোখ কপালে ওঠে স্থানীয়দের। জানাজানি হতেই এলাকাবাসীদের ভিড় জমে যায়। কোথা থেকে এলো প্রধানমন্ত্রী জনধন যোজনার এত পাস বই? উঠছে সেই প্রশ্ন।
এই ঘটনায় তৃণমূলকে দায়ী করে বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, সাধারণ মানুষকে নাগরিক পরিষেবা দিতে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী জনধন যোজনার অ্যাকাউন্ট খুলিয়েছিলেন। সেই একাউন্টের পাস বইগুলি রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। বাংলায় সমস্ত দপ্তরেই দুর্নীতি দেখা যাচ্ছে। এক্ষেত্রেও সাধারণ মানুষের অ্যাকাউন্টে দুর্নীতির টাকা বদলের চক্রান্ত হয়েছে।
পাল্টা বিজেপিকে নিশানা করে দুর্গাপুরের তিন নম্বর ব্লকের তৃণমূলের সহ-সভাপতি আশীষ কেস বলেন,”মাঠের পাশে পাস বই আর এটিএম কার্ড পড়ে আছে এলাকার মানুষের খবর পাওয়ার আগেই বিজেপির নেতারা খবর পেয়ে যাচ্ছে। এটা বিজেপির চক্রান্ত’।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোকওভেন থানার পুলিশ। পুলিশ বস্তায় ভরে নিয়ে যায় পড়ে থাকা ওই পাস বই আর এটিএম কার্ডগুলি। পুরো ঘটনা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ। যদিও এসবিআই সূত্রে খবর, এই পাস বই আর এটিএম কার্ডগুলি বাতিল এবং অনেক গ্রাহককে তাদের ঠিকানায় খুঁজেই পাওয়া যায়নি।