
অনসূয়া সিনহা, দুর্গাপুর : নিখোঁজ বিজেপি বিধায়ক এবং সাংসদ! পোস্টারে পোস্টারে ছয়লাপ দুর্গাপুরে ডিটিপিএস টাউনশিপের থার্ড কলোনী সংলগ্ন এফ এস খাটাল বস্তি এলাকায়। প্রসঙ্গত, কেন্দ্রীয় সংস্থা দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশনের সম্প্রসারনের কাজ শুরু হয়েছে। বেশ কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে এই সম্প্রসারণে। ইতিমধ্যেই ডিটিপিএস কর্তৃপক্ষ ঘরছাড়ার নোটিস দিয়েছে বিভিন্ন এলাকায়, অভিযান শুরু হয়েছে এই প্রক্রিয়ায়। আন্দোলন পাল্টা আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছিল দুর্গাপুর থার্মাল পাওয়ার টাউনশিপ চত্বর। বস্তিবাসিদের দাবি ছিল পুনর্বাসন ছাড়া তারা সরবেন না। সেই দাবীকে সামনে রেখেই দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই ও বর্ধমান দুর্গাপুরের বিজেপি সাংসদ সুরিন্দর সিংহ আলুওয়ালিয়ার নামে নিখোঁজের পোস্টার পড়ে। শুধু বিজেপি নয়, তৃণমূলের স্থানীয় প্রাক্তন কাউন্সিলার ও নেতাদের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন উত্তেজিত বস্তিবাসীরা।
এসব তৃণমূলের চক্রান্ত, পাল্টা তোপ দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুইয়ের। বিজেপি সাংসদ সুরিন্দর সিংহ আলুওয়ালিয়ার দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই পোস্টার লাগাচ্ছে শাসকদল। এই অভিযোগ ভিত্তিহীন, বিজেপিকে পাল্টা নিশানা তৃণমূল নেতৃত্বের।
উল্লেখ্য, বন্ধ হতে বসা কেন্দ্রীয় সংস্থা দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশনকে ফের অক্সিজেন জোগাতে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই ও বর্ধমান দুর্গাপুরের বিজেপি সাংসদ সুরিন্দর সিংহ আলুওয়ালিয়া কেন্দ্রের কাছে দরবার করেন, প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা বরাদ্দ হয় এই কারখানাকে বাঁচানোর জন্য। তারপর শুরু হয় কারখানা সম্প্রসারণের কাজ। ডিটিপিএস ডিভিসি কর্তৃপক্ষর তরফে উচ্ছেদের নোটিস পড়ে বেশ কিছু এলাকায়। কিন্তু পুনর্বাসন ছাড়া তারা সরছেন না , দাবি রাখেন স্থানীয়রা। পুনর্বাসন দেওয়া ডিভিসির কাজ নয় পাল্টা প্রতিক্রিয়া ডিভিসি কর্তৃপক্ষর। সামনেই লোকসভা নির্বাচন। ভোটের আগে এই সমস্যার সমাধান হয় কিনা এখন সেটাই দেখার।